পূর্বাগ্রহ মস্ত আঠা ,
যায় না মন থেকে
সকল কাজে রং ধরায়
সুগন্ধি আতর মেখে ।


নব-নব জ্ঞান ধারার বর্ষা
তার মূল্য কাজে না মোটে
মালাটেপা কর্মে ব্যস্ত
শাকান্ন দু’বেলা জোটে ।


ফুল্লরার সে বারোমাস্যা গীত
সমানে চলে সাথে ,
হরিলুটের বাতাসা ভরসা
তিলক কাটা মাথে ।


সামন্তি বিচার, সে উত্তম বন্ধু
মাতব্বারিতে সহায় ,
না অনুশীলন চেষ্টা জোগাড়
এ গণ্ডি ছেঁড়ার উপায় ।


উপরে কতো, নামানা জাত
ভিতরে দমঘোঁটে ,
বিবাহ, পার্বণ, মৃত্যু ঘটলে
ওঠে ,জাত্যরঙ্গ ফুটে ।


(১৫-০৭-২০২১)