মনুষ্য মনটা অকস্মাৎ রাঙায়
রংচং হেরিলে মতি তার বদলায় ,
ভাবনারা পাকখায়,- অথৈ জলে
ধী-মেধা-চিন্তাগুলি, পিছু-পিছু চলে ।
অসময় ঝড়জলে হাবুডুবু খায়
অসহায় মন দেখি-বাঁধনহারা ধায় ।


ধারণে সত্য, আদর্শ -নয় যে সহজ ,
অসম্ভব বজায় রাখা, সঠিকতা রোজ ।
রংবাহারী দুনিয়া ভুলভুলাইয়া পথ
সময়ে হয়না পূরণ, সুখ মনোরথ ।
মুনি-ঋষি, আধ্যাত্মিক সবার বেলায় -
মহাত্মা আছে কম !পার পায় ধরায় ।


(০১-১০-২০২০)