সবার হয় তো আছে সীমা
নেই সীমা তার , সে....মন ;
হয়-তো মেলে সীমা,- ঐ নিলীমা ,
সীমাহীন সে মানসিক চিন্তন ।


সীমাবদ্ধ হয় তো- বানের জল
ভাবনারা অসীম.... তারা অনর্গল ,
হয় তো- হয় নির্বাপিত দাবানল ,
শেষ হয় না মনের গরল !


মহাশূন্য সে অনন্ত- অসীম.....
খোঁজে, সীমা মেলে একদিন ,
যতোই চেষ্টা করো না কেন
মনের সে সীমা মেলা.... কঠিন !


তাই তো কথা, বিরহ ব্যথা
ধিকি ধিকি জ্বলে তূষানল ,
সারা জীবন চলে চেষ্টা...
নেভায়, জল ও অসফল !


(ইং-১৮-১০-২০১৯)