শ্রেষ্ঠ আত্মীক গুণ , ঊন্নতি কাম্যে সৃজন
মাত্র মানুষ, সবে বুকে ধরে করে আপন ,
ঘাত-প্রতিঘাতে শিখেছে যুগ-যুগ ধরে -
মহৎ গুণ প্রেমময় বিস্তার- ধরণীর পরে ।


মা বসুমতীসমা সহ্যতে মহানুভাব মানুষ
জীবজগৎ রক্ষায় হয়নি অপারক বেহুশ ,
লক্ষ বছর ধরে আপসে দেখেছে তাণ্ডব -
উচিত, অশুভ এড়িয়ে চলাচল হরসম্ভব ।


তবু নির্মূলে নয় ক্ষত, বিঘ্ন ,হাজারো কত
অবুঝ অন্ধকূপে যাপিত এখনো শতশত ,
মান্যরূপ ঐশিক ,ক্ষেত্রবাদ নিয়ে বিভেদ -
অগনিত অমূল্য মনুপ্রাণ হয় যে উচ্ছেদ ।


অতি মহতী কাজ একতার সৃষ্ট রাষ্ট্রসংঘ ,
সর্বদা সদব্যবহার হোক তার প্রতি অংগ ।
অজস্র নিপীড়িত-নিঃস্ব-দুঃখী-আর্তে ভরা
খাদ্য- অর্থসঙ্কটে তারা হীনবল আধমরা ।


তাকে দেখে মানবের কেন আস্ফালন ,
কেন চায় সামান্য কারণে আপসে রণ ?
সত্যে, মনে রাখা কাম্য, একান্ত দরকার ,
দুর্দিনে দ্বারে আসে না অদৃশ্য অবতার ।


(ইং-০১-০৬-২০২০)