থাকিলে পয়সা গৃহে সুখ আসে হেঁটে ,
ঘর ভরা সুখ, থরে-থরে, বিনা খেটে ।
খবরের কাগজে লেখা যায় সুখ্যাতি ,
অবেলায় ঘরে জ্বলে অকাজের বাতি ।
বাড়তি ধনে মহাভোজ সাঁঝের বেলা -
কত আসে ভূঁইফোঁড় মহাজন চেলা ,
মত্ততালে অট্টহাস্যে সারো সব খেলা
সম্মানের পরিবেশ ঘন হয় জেল্লা ।


এমত সহজ উপায় ,যদি না মানা ,
অর্থ লগ্নি কর, মিলাবটি কারখানা ।
মন্দিরে প্রসাদ খেয়ে যদি মরে লোক ,
অতি করুণ প্রলাপ, সেথা করো শোক ।
‘সব যেন প্রভু দয়া’,অর্থ দান করো ,
জাগরণে নাম ডাক ,সুখ হবে গাঢ় ।


(ইং-১৮-০১-২০১৯)
*-যারা অসৎ পথে অর্থের লোভে সুখ খোঁজে সে সম্পর্কে এখানে ব্যঙ্গাকারে বলা , (আসল ভাবনা নেতি বাচক।)