পয়সায় মান-সম্মান, অর্থে হয় দর্শন ভগবান
শ্রেষ্ঠ তার স্থান ধরিত্রী মাঝ, মাটি ও আসমান ,
এমন কি আষাঢ়ে গল্প, মন ভোলানো রং চং
টাকা হলেই যায় সারা, নানা রকমারি সঙ্ ঢং ।


এই যে নেতার মাহাত্ম্য প্রচার চলে অভিযান
ছলের অবলম্বন, অর্থ-খর্চে বাড়ে তার শান ,
হোক না অকাজের অহিত, দেশ-দশের জন্য
তবু ব্যয়, গাড়ি ঘোড়া, ভঁপু, অর্থ হানি মান্য ।
সমস্ত সুযশা প্রচার মাধ্যম, অর্থ পেলে খবর
অখাদ্য যা পাতের অযোগ্য, গল্পকায়ায় নধর ।


গাঁটির অর্থেই হিল্লী-দিল্লী, গয়া গঙ্গা-কাশী
ঘরে মেলে টাটকা ভোজন খেতে হয় না বাসী ।
পয়সা হলেই দিনরে রাত, সত্য তারে মিথ্যা ,
গলায় ওঠে হীরের শেকল ঘরের পোষা কুত্তা ।


(ইং-৩০-০১-২০২০)