মৃত্যু নিয়ে মহা লীলা !
মহামানবের বিজয় খেলা ! !
কী মূর্খতায় হয়ে উতালা
বুদ্ধির মগজে লাগিয়ে তালা ,
অমৃতসম জানটা করিয়া হেলা
গায়ে ধরে না মোটেই জ্বালা ?


চেয়ে দেখ ঐ মোসুল ,
ওখানে জীবন নয় কোমল ফুল ?
সবে, ভীষণ কষ্টে অতি ব্যাকুল !
এখন জীবন-মৃত্যুর দোলায় ,
অহরহ দুলছে অবহেলায় !


মহাক্রুর, আই এস আই এস ,
করিছে নিজ ভাইকে শেষ !
অপর পক্ষ মিত্র যুক্তসেনা, ইরাক ,
বিধ্বংস দেখিছে হয়ে হতবাক !
ক্ষুধা মেটে না নিয়ে নিষ্পাপ রক্ত,
অরো যেন মাতে হয়ে রুধির ভক্ত !


বুঝি না ধরায় একবার জীবন গেলে ,
কেহ কী বলেছে পুনঃ জীবন মেলে ?
সবই থাকিবে সদা--
জীবন ফেরে কী একদা ?
তবু হতে যেয়ে মহাদাদা ,
গোপনে হই এই অপয়া বান্দা !


ঐ যে অমরাণ, কুর্দী আইল্যান ,
পাঁচ আর তিন বছুরে শিশুর জান !
পরিণতি জেনেও হই অনজান ,
নিষ্ফল বিবেক-বুদ্ধি তুচ্ছ ম্লান ৷


এখন পালা সাত লক্ষ ,
বারুদের কবলে হবে ভক্ষ্য !
সরকারী মতে ষাট হাজার ,
যোগাড় হয়েছে মাত্র আহার ৷
আর যত শরণার্থী বাকি -
তাদের বাঁচার উপায় কী ?
নরসংহার চলিবে বহুদিন ধরে ,
আমরা এখনো খুঁজি না তার জড়ে  !
(ইং-২৯-১০-২০১৬)