মশকরা আজ- খুব ভদ্র সভ্য ,
তাকে নিয়ে লেখা যায় কাব্য !
অবাক করে মন, সুশ্রী কাজে ,
ভরা পাই নমুনা, সকাল সাঁঝে !


গুনগুনিয়ে কানে- গান শোনায় -
সজাগ করে, শ্রোতারে মাতায় !
সে ধীরে সাবধানে, গায়ে বসে ,
পরে রক্তে পেট পোরে, চুষে-চুষে !


তার কি-বা দোষ দিব- হেথা -
এ আচরণ, চিরাচরিত প্রথা !
তোমরা মানো আর না মানো -
মশা রক্ত খাবে, সত্যটা জেনো ।


ভোট কালে, কথাটা শুধু ভুলি -
ভোট গতে, নানা কথা তুলি !
আমি-ই দিলাম গায়ে বসতে -
এখন মশা কাটে, সাঁঝে-প্রাতে !


(ইং-১০-০৮-২০১৮)