ভাল চাই, জামা জুতো
চাই আহার ,মজাদার !
মুঠোফোন, হাতঘড়ি  
কত না তার আবদার ।


গাড়ি -বাড়ি- চাকরি
সুখ ভরা ঘর-সংসার
হাতের কাছে সবই চাই ,
রত্নে ভরা ভাণ্ডার ।


একটি বিরোধ । মিছিলে যাব না
উল্টে করি প্রচুর ঘৃণা ,
যে যায় তারে আবার দুষি ,
“কেন যাস্ তালকানা” ?


ধর্ণা, মিছিল, বিরোধ ,
গবেট মূর্খের কাজ ,
নির্বিরোধে বসে ঘরে- আমি
চাই, ঘিয়ে ভাঁজা মাছ ।


(১৯-১১-২০২০)