যূগ ধায়- মানুষের মন বদলায়
বাঁচিতে চায় না ঝুট-ঝামেলায় ,
কালের ধারার- রূপ-ছাপ ফোটে ।
কাল যে কি হবে ? চিন্তা না মোটে -
কাঁচায় পাঁকা, রং বাহার এঁচোড় -
কায়ায় লালিমা, বেজায় সুন্দর !
বিহিত শোন, মুখে সরে না- রা ,
তারা মুক্ত গগনের উড়ন্ত- ছা ।


কে বা গুরুজন- মামা , চাচা ?
নিজের ভাবনায় নিজেই বাঁচা ।
গমনেচ্ছা তার শেষ সীমানা
বিরক্তি লাগে করিলে মানা ।
তার জ্ঞানের পাতা সবই পড়া
চমক-ধমকে দিচ্ছে যে সাড়া ,
স্বাধীনের স্বাদ তারা নেবে
কত দিন বা ভবেতে রবে ?


(ইং-১৫-১২-২০১৯)