অন্য পবিত্রতম      আমার মাতা সম
         দেখি না ত্রিভূবনে ,
যতো ঐশ্বর্য ধন      নয় তাহা আপন
         মাতা সমান জনে !


শ্বেতপদ্ম অম্লান,    না, শুভ্রতায় মান !
         মায়েতে যতো দেখি ;
বিশ্বজয়ী সে গুণে    অতুলনা সেখানে
         মা থেকে সব শিখি ।


আঁধারের প্রদীপ,     মা, অকূলের দ্বীপ ,
          বিপদের আশ্রয় ;
শান্তিময় আগার        সাগর, করুণার -
          মা, সুখের আলয় ।


জটিলতম দুঃখে,    অঙ্কে করো রক্ষে ,
         নানা সংঘাত পিষে !
কঠিন পরিবেশে     সর্বদা থাক পাশে ,
          উপবাসে, সহাস্যে ।


কত করি যে দেনা   বুঝি নি, অজ্ঞ জনা ,
          বৃথা ভাবি জনম ;
তব মত রতন!        মা হল না, যতন
          আমি- চির অধম ।


(ইং-১৩-০৫-২০১৮)-ব্যাঙ্গালোর
*-আজ মতৃদিবসে মাকে প্রণাম ।