নিজের ভলাই, নিজের সব ,
অতি শিক্ষায়, জ্ঞান উদ্ভব ।
শামুক খোলে বদ্ধ করি -
স্বয়ংরে জাহির সর্বোপরি ।


দৈহিক শ্রম এড়াবে বলে -
কাজটি সারে তর্ক বলে !
অন্যায় বিরুদ্ধ সরেনা বুলি ,
না দেখার ভান ,চোখে ঠুলি !


দেশের জনতার ভবিষ্যৎ -
ভাবনা-চিন্তা-মতি, অগাধ ,
হাতে কলমে ,তার কাজ -
বুঝে বেড়াক বেকার সমাজ ।


জ্ঞানের পুঁথি,বিদ্যা ঘেঁটে -
উচ্চশিক্ষার তকমা এঁটে ,
বুকে ধরে তুমুল আশ্বাস -
সভ্য সমাজে তার বাস ।


চাষা-ভূষা,ক’জন ম’লো ,
এসব চিন্তা সবই জোলো !
মর্মবাসনা ,বিদেশ গমন ,
সংসার চলুক, মনঃ মতন !


(ইং-০৬-১২-২০১৭)