শঙ্কিত হৃদয়ে, কম্পিত দু’চরণে -
অজানা যাত্রা, গভীর জনারণ্যে !
সুবিশাল মহীরুহ, উঁচু করি শিরঃ
ভিড়ে, গম্ভীরে দাঁড়িয়ে, ধীর স্থির ।


মাথা নতঃ করে, অতি সন্তর্পণে
ক্ষণে, প্রবেশি বনে, ভাবুক মনে ।
আবেশে মন ভাসে, ছায়া সুশীতল -
জড়তা শঙ্কা, হয় দ্রবীভূত- তরল !


ঘন শান্তির নীড়, হেরিলাম ধরণীর
জ্ঞান পরশে, জুড়ায়, মন-শরীর !
আহাঃ ! সুমধুর কাকলিত ধ্বনিতে
মরমে বাজিল গান, হৃদয় বীণাতে !


ভ্রমনে সম্মখে, হেরিলাম সরোবর -
শতদলে শোভিছে অপরূপ বাহার !
কতশত ভ্রমর, মৌমাছি, প্রজাপতি ,
নিশ্চিন্তে ফুল-মধু তুলিছে- মাতি ।


শূন্য কলরব ,পরিবেশ শান্ত নীরব ,
সেথা, স্বর্গীয় সুষমা ভরা হাবভাব !
এ ধরায় আছে , এখনো সমাজে ,
এমনি অবস্থান, আজিও বিরাজে !
এ দৃশ্য কতক- জানা হ’ল সার্থক,
কালের দান, মম মঙ্গল সংযোগ ।


(ইং-১০-০৪-২০১৮) -বেঙ্গালুরু