ঢাকের সুর, ঢ্যাপ্-ঢ্যাপ্ আওয়াজ  
বড্ডো বেসুরে কানে বাজে আজ ,
ঢাক বাজিয়েদার তারা পেশাদার  
মজে কৈ মানুষ সুরে জোরদার ?
ঢাক-নক্কাসী, কাঠি, ঠিকঠাক্- চল
যদিও ওস্তাদ সব বাজিয়ে দল ,
চামড়া পাকেনি হয়নি শক্ত-দড়্  
বেচারা, অকালে চলে যমের ঘর্ ।


উত্তম কারিগর দেখি না যোগাড়
ঢাকচারিপার্শ্ব বেশ কশা দরকার ,
এভাবে আওয়াজে হ’লে হীনবল
কৈ মন মাতোয়ারা ? শ্রম হয় জল !
শব্দটা সে বেচারার চামড়ার গুণ -
আমরা সুখ-ধুন্ ,শুনতে নিপুন ।


(০৮-০১-২০২১)