পশুর ধর্ম পাশবিক আচারে -
শক্তির প্রয়োগ, বাঁচার তরে ,
বাঘের বেলা -এধারা মেলা -
সারা বনের রাজা! সে একলা ।


হোক না কেহ ,যতই নিরীহ -
শক্তিধর তারে করিবেই হেয় !
এ ধারা যেন নীতিগত তার প্রভাব ,
আবহমানকাল বিরাজে,চিরস্বভাব ।


সমাজের বুকে এমনি আচরণ -
পশুর ঊর্ধ্বে তার যে বিচরণ ,
মূঢ়-মূর্খামী, শুধু এর কারণ -
পশুসুলভ বিচার-চিন্তা, ধরণ !


অহরহ স্বার্থ ,অধিক পাবার -
অপরের কাড়ে লব্ধ খাবার ,
জগৎ সংসারে হুবহু ঘটে -
লক্ষ উপদেশে থামেনা মোটে ।


এখনো মানব পারেনি আঁটিতে -
চায় পশুত্ব ক্ষুধায় আশ মেটাতে ,
যদিবা কেহ সজাগ, আত্মরক্ষায় -
তারে ক্রূর করে, নিঃশেষ-ক্ষয় !


বড়োর চাই, একচেটিয়া-সর্বপ্রান্ত ,
উত্তর কোরিয়াকে, কর-সর্বশান্ত !


(ইং-১২-১১-২০১৭)