সুখের স্বরূপ মায়ার প্রভাব -
বড়ই বিচিত্র- চরিত্র স্বভাব ,
সবার দেয় না, সহজে ধরা
আদর দিলে -পাগলপারা !


শ্রমহীন, পয়সায়, ক্রয়ে সুখ ,
ভবিষ্যৎ আঁকে, শুধু দুখ ;
ধাপ্পাবাজীতে, ধরিলে তারে
নামে আঁধার, জীবন ভরে ।


সে স্বপ্ন দ্বারা দেখা সুখ -
ক্ষণিক অবস্থান হাসায় খুব !
তোফায় সুখ, ঘর ভরিলে ,
টেকে না সুখ কোন কালে ।


সুখও চায় মান সম্মান -
পরিশ্রমীর কাছে উঁচু স্থান ;
কায়িক শ্রমের কষ্টের ধন ,
সুখটি খাঁটী মনের মতন !


(ইং-৩১-০৮-২০১৮)