জল ছাড়া কেহ বাঁচে না জানি ।
যারা, ফালতু নষ্টে করে মনমানি !
জল নিয়ে তার কি জ্ঞান বিবেচন ?
তারা দেখে নিক্, আজ শুষ্ক শ্রাবণ ।


মানুষ তার দম্ভে গড়ে ওঠে নির্দয়
প্রকৃতিরে পারে না তবু করিতে জয় ,
রক্ষায় জীব, অপার দান প্রকৃতির -
তাকে পূজো করাটা প্রকৃত যুক্তির ।


জীবনবায়ু অন্নজল প্রকৃতির কারণ
তারে কিনা করা হয়- সংহার হনন !
হানীতা, নিজ পায়ে কুড়ুল মারা ,
এমন কাজ, সভ্যযুগে করে কারা ?


(ই-২৩-০৭-২০১৯)
“শ্রাবণ মেঘ”- স্বপন গায়েন (উদয়ন কবি)
তাঁর কাব্যের প্রেরণায় মন্তব্য দিতে যেয়ে এ কবিতা লেখা , তাঁর নামে আজ কাব্যটি উৎসর্গ করলাম ।