আদিসৃষ্টির সোপান হতে- চিন্তাঘন
কেন বেঁচে, কী সে কারণ, কার জন্য ?
জ্ঞানে মনন, আহরণ, কত সুধী জন
তাঁরা দুর্গম হিমালয়ে করেন গমন ।
সাধনা, একনিষ্ঠ ধ্যান, জাগ্রত মন
নয় সুখের বসোবাস- নন্দন কানন ।


ডুবন্ত বেলায় ক্ষণিক সাগর তীরে বসা
ভাবুক হৃদয় ভরে,- ঘরসংসার ,হতাশা ,
দিগন্ত ব্যাপ্তি জলরাশি সম্মুখে-প্রসারিত
পরকাল চিন্তা প্রেক্ষাপটে ভরে রয় কত ।
জগতের মহিমা ইহলোক, পরলোক ,
ঘিরে, জন্মমৃত্যু, জরাব্যাধি, তাপশোক ;
আদি হতে বদ্ধজ্ঞান-দিনান্তে আসে রাত ,
অজানা, রাত শেষে ফেরে কী বরাত্ ?


(ইং-০৮-১২-২০১৯)