ভারত, মস্ত বড়ো জনবহুল দেশ -
সেথা, নানান কাজের চাপ,-অশেষ ,
ভালমত মগজে, লাগিয়ে- তালা !
কাজের বেলা করা নয়,-হেলাফেলা ।
করা উচিত নয় ! ভষ্মে ঘি- ঢালা ,
ফুঁকে-ফুঁকে,অবশ্য চাই পথ চলা !


নবরূপে, নূতন এসেছেন- রাজা ,
ত্রিপুরার ও হালে,নবনীতিতে- সাজা !
চাই, সবার আদর্শে, কপাল- গুণে ,
সুখে থাক, ঘি-ভাতে, তেলে-নুনে ।
ভাই ! দেখা চাইনা, কোন হানাহানি ,
সকলে একি মায়ের সন্তান, জানি । *


শীঘ্র কাজ পাক, শতশত বেকার -
অর্থ আসুক সময়ে ,বরাদ্দে তার ।
এতো ভবের জাদু ! নীতির খেলা ,
কেউ খায় কম ! কেউ খায় মেলা !
শেষ ভালটাই প্রকৃত সবার ভালা ,
বাকি সব নিঃস্ব-শূন্য, কালা-কালা !


ঝেড়ে ফেলে পূর্ব, বিদ্বেষ-জ্বালা !
এখন প্রচণ্ড গতির, উন্নতির পালা !


(ইং-১২-০৩-২০১৮)
*-একি মায়ের সন্তান > একই দেশের নাগরীক ।