মানুষ নিজস্ব মতে সম্পূর্ণ চলে না
কোথাও খুঁটিতে বদ্ধমূল, সে বাঁধা ,
যতই জ্ঞান আহরণে হোক না মাহির -
কালে মতিভ্রমে চোখে লাগে ধাঁ-ধাঁ ।


ভ্রমিত প্রচারিত জ্ঞান, ভবে বারংবার
ভাসে অন্ধবিশ্বাস, কুসংস্কার, চারিধার ,
ধীর-স্থির সুধী গুণমান জ্ঞানী স্বাভাবিক -
অজানায়, আষ্টেপৃষ্ঠে আবদ্ধ, একাকার ।
বিপদে ফাঁপরে পড়ে, হারায় হদিস ,
কাজে দিকভ্রমিত হয়, সত্যতে সঠিক ।


সহজ পন্থায় বাঁচিতে 'গড়ে হরিবোল'
উপায়ান্ত এ যাত্রা 'কাঁধে ঝোলা তোল',
জগৎ সার বিচার নীতি ঘটে ,সচরাচর
সাক্ষাৎ গতিমান সংস্কার, আপনা- পর ।


(ইং-২৬-০৫-২০২০)
*-মাহির > পারদর্শী, চালাক, নিপুন ।