ঘোলা জলে করি খেলা -
হাঁপসিকাটি, দু’টিবেলা ,
বাইরে যাবার জো নাই
মৃত্যু পাছে লেগে সদাই ।


সাধারণ সে নয় মরণ !
পুরো ঘর পঙ্গু করণ
একঘোরে তো মাত্র কথা ,
মূক, বধির অবস্থা যথা ।
মরার পরেও নেই যে ছাড় -
কাজে আসে না স্বজন তার ।


মা গঙ্গা নেয় না কাছে
অগ্নিদেবও মরে লাজে ,
এ করোনার মহাতাপে
ভূমিমাতাও ভয়ে কাঁপে !
কারো প্রতি নেই যে রোষ-
বন্ধু-ভ্রাতার দেই না দোষ ।


(ইং-০৬-০৭-২০২০)