গোয়েবলস তার কুখ্যাত বিচার
মিথ্যারে বলো শতবার
একদা সে মিথ্যা সত্যমত লাগে সবার ।


আজ "করোনা" কালে
বিপদের বড়ো চিন্তারেখা ভালে
সে দিন মত, পুনঃ ধরণী পর -
আজ প্রচারিত হয় খবরা-খবর !
কালে মিথ্যারে সবে না করে হৃদয়াঙ্গম ,
না বাড়ে ব্যাপক কাজ, নিকট- অভাগা যম ।
একে তো প্রায় হতবুদ্ধি বিশ্ব মানব !
তার মাঝে মানে হয় না, ডাকা আরো দুর্যোগ ।


জানি , শক্তি কাজে লাগে, বিপদে জনতার -
না কিনা ক্রোধে ? সব করা অকাজে ছারখার ।
পৈশাচিক কাজ, হত্যালীলায় হর্য- জৌলুস ,
এ বুদ্ধি-বিবেচন ,অমাববিক রোগ-অসুখ ।


(ইং-০৭-০৬-২০২০)
“কোন অসত্যকে শতবার সত্য সত্য বলিলে , অসত্য- সত্যতে মনে হয়” (গোয়েবলস)।
পল জোসেফ গোয়েবলস জার্মান নাৎসী (হিটলার) সরকারের তথ্যমন্ত্রী ছিলেন-(ইং-১৯৩৩-৪৫) ।