মূল্যবান নেতার গর্বের ধন -
ডুবুন্ত মুহুর্তে বঁচায় ;
জ্ঞানে ভরা সে ফসল-ভাষণ ,
দীপ্ত আভায় ভাসায় !


ভাষণ-ভাষণ ,কেবলি জীবন -
নেতা, বাকপটু-পাকা ;
উপমায় জানায় শাসন ধরণ ,
বিশুদ্ধতায় ছবি আঁকা !


অপার সাধনার ফলে- রপ্ত -
শিখেছে এ হেন কলা ;
দেশ উপেক্ষা ! আপনে ভক্ত ,
নিয়ে ছলাকলা মেলা ।


উপরে চমক, চেহারা বিশুদ্ধ !
খুঁত মেলা বড়ো দায় ;
ভাষণে ক্ষুরধার ! চায় মল্লয়ুদ্ধ ,
সাধ্য কার, তাঁরে হারায় ?


রঙ্গমঞ্চের কত না পাঠশালায় –
শেখা আছে সেসব বিদ্যা ;
সুযোগে মধুর ভাষণ কায়দায় ,
বাজিমাতে রাখেন মুদ্দা !


সে শতবরণের ক্ষোভ ক্ষত
জমানো অবিশ্বাস';
লক্ষ্য হেনস্তায় সাধ্য মত ,
প্রচেষ্টা চালান খাস ।


অবিশ্বাস প্রস্তাব, অদূরে দাঁড়িয়ে ,
নজর-দৃষ্টি, মিটিমিটি ;
চিন্তায় আকুল, হৃদয় ব্যাকুল !
কে বা হেথায় খাঁটী !!


(ইং-২১-০৭-২০১৮)
* - (ইং-২০-০৭-২০১৮) -তে সংসদে, অবিশ্বাস প্রস্তাবের উপর কাব্য ।