নেতারা প্রগলভ , গরীব দুষায়
অকথা ভাষণে যুক্ত -হামেশায় ,
বলে, অজ্ঞ-মূর্খ, অকাজের সব -
ওদের উন্নতি হওয়াটা- অসম্ভব !


গরীবকে কথায় দেয়, নানা খোঁটা ,  
সব, অবুদ্ধির ঢেঁকি ! মাথা মোটা !
আদলে, অশেষ দোষে, সর্বকালে ,
ডানে বলিলে, সে বাঁয়েতে চলে !


এক সে ভিখারী, শুনিল এ- ভাষণ ,
জিজ্ঞাসিল, স্পর্শ করি নেতা-চরণ ;
আমরা গরীব,- অশিক্ষিত মেলা -
বুঝি না রীত-রেওয়াজ, একঢেলা !
তোমরা বাবুরা ,কোটিতে ভরা ,
তবু পাই না দেশে সুফলে, সাড়া ?


কত চোর পালালো তারা বিদেশে ,
বাকিরা কি করে এখন দেশে বসে ?
কানাই সে, একা উঠায় পাহাড় !
কোটিতে কেন ,অপারা তার ?


(ইং-১১-০৮-২০১৮)
দুষায় > দোষারোপ করায়, কানাই > কৃষ্ণ, পাহাড় > গোবর্ধন পর্বত ।