দেশ শাসনে বা জন সেবায়
নেতার সেবাধর্মী মন, কত যে মাতায়
মুখে মধু, সে সুহৃদ,-মধুর তার আচরণ
অশেষ গুণ, চৈতন্যে ভরা অন্তঃকরণ ,
সে-ই আবার সুযোগে দুর্নীতির বাদশা
অনৈতিক স্বার্থ-লোভ, বুকভরা-লালসা ।


ধর্ম-কর্ম ভুলে অর্থ লাভে করে শোষণ
উদয়ে কেন সে দুরাচারী, এর কি কারণ ?
পেয়েছে উপযুক্ত পাঠশালা, আদর্শ গুরু
মানবতার শিক্ষা শিশুকালে হয় তার শুরু ।


মানবধর্মী আচরণে যদি থাকে ফাঁক ,
হতে হয় সে সেবক প্রতি- সত্যি অবাক !
মাথা যায় গুলিয়ে, আর যায় না ভাবা
কোন ভেদ দেখি না, শিক্ষিত আর হাবা ।


(১৪-০৩-২০২১)