মানুষ ভালমত শিক্ষিত
সে জীবের মাথা, জ্ঞানেও শ্রেষ্ঠ ,
দাপট তাঁর এত বেশী !
তাঁর সামনে আসি
সবার নাভিঃশ্বাস, উড়ে যায় হাসি ।
সর্বস্তরের দোহন ,উঁচুমন
সব জীব ,তরুলতা করে সে ভক্ষণ ,
যুদ্ধ-রণ ছাড়া বাঁচে না,-অস্থির
প্রবল তাঁর ইচ্ছা হবে অমর বীর ।


ঘেঁষতে দেয় না কাছে কোন জুড়িদার ,
এমন কি স্বজাতি তারেও করে সংহার ।
মস্ত বড়ো সে ধার্মীক ,
সবারে দেয় উপদেশ, ভাল শিখ -
আচমন, রীতি-নীতি, আচারে নানা ,
একে অপরকে হেয় করা -
কাজে ,সব বুদ্ধি তাঁর সুন্দর জানা ।


(ইং-৩০-০৭-২০২০)