যারা মানবতার বিরোধিতায় চলে -
বিরোধী তারা,আট ঘন্টার লড়াই !
তারাই যদি মুখে বলে ?
মোরা, শ্রমিক মঙ্গল চাই !
যারা হামেশা পাব্লিক সেক্টর বিরোধী ,
যদি চায় সমাজশিল্প রচনা -
এ হবে দেখানো, হাওয়ায় স্বর্গ ,
আকাশ কুসুম কল্পনা !


যারা চায় মনুবাদ,বিভেদ জাতপাত ,
হয় কী সমতার বিচার !
কী করে দলিতের পাশে বসিবে
ছোঁয়াছুত যার আচার ?
যারা ভাঙিল সে মানবতার মূর্তি
গরবে বুকটি ফোলা !
উপনিবেশ স্বাধীন, ভেটো ক্ষমতায় ,*
ইতিহাস অজানা ভোলা !
যাদের চাওয়া ফেরত-, সামন্তি প্রথা ,
বণিক বর্গ যথা ;
চাষি, মজদুর, শ্রমিক নিঃস্ব হয়ে থাক -
আদি যুগসম সেথা !


যারা কথা দেয় লক্ষ-লক্ষ টাকায়
ভরিবে জনধন খাতা ;
পাবে বিদেশের পয়সা, ভুলো না !
শান্ত রাখ মাথা  ।
এখন দল বড্ডো ব্যস্ত বিদেশ ভ্রমনে ,
আনিতে চাই টাকা ,
দেশের ভালটা বেচে-বেচে, ভরাট
কথা দিলাম পাকা ।
ভাই দেখ, নয় মন ভুলানো এ কাম ,
জানাই, সুবে-শাম ;
থাক ভরসায়, মোটে না বাজে কথা ,
ভূতের মুখে রামনাম !


(ইং-১৭-০৩-২০১৮)
> ১৯৪৫ সালে বিশ্বে সর্ব শক্তিমান রাশিয়া বিশ্বযুদ্ধে জয়ী হ’লে রাষ্ট্রসংঘে ভেটো জানায় । সকলকে নিজ-নিজ সমস্ত উপনিবেশ ছাড়তে হবে । সেই কারণে পৃথিবীর সমস্ত উপনিবেশ- দেশ ধীরে-ধীরে স্বাধীন হয়, এ রাশিয়ার নীতির জয় ।
> অটল রাজ কালে “অরুণ শৈরী”, বিনিবেশ মন্ত্রী ছিলেন ( “সরকারী কল কারখানা বেচার মন্ত্রী”, নূতন দপ্তর খোলা হয় ।)
> দুই কোটি প্রতি বছর কাজ দেওয়ার কথা বলে জিতে আসা ।
এত দিনে দুইকোটির অনেক বেশী লোকের কর্ম চলে গেছে, নোট বন্দিতে ।