সুখের সাগরে মধুর সে জীবন ,
দুঃখীর ক্রন্দনে গলে না মন !
ঘৃত-মধু-দুধে, মুখে ওঠে খানা
কঠোর বাস্তবতা তাঁর অজানা ।


আর্ত করে, বিলাপ-পেতে অন্ন
সে ধনাঢ্য বধির, মদমত্ত, ধন্য ।
দিন যাপন তাঁর সুখ কেদারা
মুখে মিষ্টি, মধুর -বাণী ভরা ।


আপাতকালে শোষণ যতো মন
আর্তের শ্রম-ধন দু’হাতে লু্ন্ঠন ,
শাসন সিংহাসন তারই সাজে
যাঁর শঠতা ধর্ম জনহিত কাজে ।

*-সুখকেদারা > আরামের কুর্সি
(ইং-২৩-০৪-২০২০)