ধামাভরা আশার নেশা
ভেবেই দিন যায়
কাজের বেলায় লবডংকা
মশামাছি তাড়ায় ।
সম্মুখে সুসজ্জিত তোরণ
ভিতর ধুধু ধূলিময় ,
জ্ঞানের অমৃত ধারা মুখে
বিদ্বেষ হয়নি ক্ষয় ।
মূল্য তলাশে, ব্যতীত জীবন
না ভালোবাসা মনে
ত্যাগী হতে দেয় উপদেশ
কৃপণহস্ত, দানে ।
পর সাহায্য, অমৃত মানে
নিজের বেলায় ফাঁকি
পোষাক পরিচ্ছদ চটকদার
জ্ঞানে আবার মেকী ।
বিশ্বভ্রাতৃত্বের ভাবনা ভরা
ভাইকে দেখে না ,
সুনামের তকমা গায়ে পাটা
পড়শীকে চেনে না !


(ইং-১৪-০১-২০২০)