জরা-ব্যাধি, এই দেহ ভরা ,
বাঁচতে হলে, সব সহ্য করা
টুশব্দটি করতে শক্ত মানা
জীবন যে সুখের নয়-
হিসেব মত তা’ ষোলআনা ।


বাঁচায় দৈন্যতা জীবন সম্বল
জীবনটাই যেন যাঁতাকল ,
পদে-পদে দুঃখ ভরা- অতল ।
কিছু সক্ষম আপন মহিমায়
সার্থক জীবন, সচেতনতায় ।


জীবনে বাঁচায় কাজ হি কাজ
সঙ্কট-দ্বন্দ্বরে মধ্যস্থতায়
হাতেনাতে মেলে শুভফল ,
যাঁদের দেখা আরাম সাজ
শ্বেনচক্ষু রোগরূপ বাজ ,
কখনো মারে তাঁরেও ছোবল ।


(২০-০৪-২০২২)