ভাবার আছে দেখার আছে
মহিলা দিবস আজ ,
শক্ত বাঁধনে চার দেয়ালে
এখনো বাঁধা সাজ ।
মাঠে-ঘাটে, ঘর-সংসারে
অধিক তাঁর কাজ ,
অবোধ পূরুষ খাটিয়ে ওদের
এখনো করে রাজ !


পরাধীন বেড়ি ভাঙার জন্য
পৃথিবী করে মান্য ,
একটা দিন সম্মানে স্মরণ
এই মহিলার জন্য ।
সুধীগণের আপ্রাণ চেষ্টায়
নারী পুরুষ সমান ,
পুঁজিতন্ত্রের মুনাফা লোভীরা
নারীর বেচে মান ।


নানান রকম বিজ্ঞাপন মাঝে
অশ্লীলভাব প্রকাশ ,
পয়সা লোটার ধান্ধার বশে
সংস্কৃতির বিনাশ ।
আজকের সমাজ উদবুদ্ধ করে
ছল-চাতুরী দিয়ে ,
মহিলা দিবস মানছে যদিও
অপবিত্র মন নিয়ে ।


(ইং-০৮-০৩-২০২০)
আজ-(ইং-০৮-০৩-২০২০) বিশ্ব মহিলা দিবস, সমস্ত নারীকুলকে হৃদয়ে সম্মান জানাই ।