কত চেষ্টা অস্ত্রে শান
ধার ওঠে না তায় ,
কোথা গলদ হ’ল না জানা
বুদ্ধি খোলে না মাথায় ।
শানের পাথর অথবা অস্ত্র
কোনটা আসল খাঁটী !
উভয় যদি নকলের হয়
শ্রম হয় যে মাটি ।


ভেজাল ভরা খাদ্য জিনিস
উদরে সব নিলে ,
বিদ্যা-বুদ্ধি চাঙে ওঠে
কিছুটা হয় ঢিলে ।
ধৈর্য্য হারা অগুন্তি মেলা
কাজে-কর্মে দেখা ,
হিতাহিতের দেহ বিচ্ছেদ
হল না আর শেখা ।


ভোটে জেতা সভ্যরা সব
আসল নকল ভরা ,
ন্যায় নীতির যুক্তি- তর্ক
মান্য করে না তারা ।
দেশাচারে সেথা ও ভেজাল
জনতা হয় মুগ্ধ ,
কায়িক শ্রমিক ছাপোষারা
হৃদয়ে হয় দগ্ধ ।


(ইং-১৩-০৫-২০১৯)