বিজ্ঞাপনের বাজার রমরমা
সুঘ্রাণে মনকমল চমচমা ,
রূপসী বাসনার প্রতি মন কাড়ে -
দেখে সে রাঙা, ভালোবাসা বাড়ে ।
বিশেষ করে নব যুবকেরা
আজ তারা পথ ভুলে দিশেহারা ,
ব্যস্ত জীবনে, জীবন-যাপন ধরণ
অবোধ্য সূক্ষ্ম রাজনীতি আচরণ ।
অদৃশ্য রাজনৈতিক চাল- সূত্র
তারা, ভেবে বসে সাধারণ মাত্র ।


ছল-ছলনায় প্রজ্ঞা মস্ত বড়ো
ফাঁকতালে চতুরের পোয়াবারো ,
যতদিন শাসকের চরিত্র
না হবে উদার ত্যাগী , পবিত্র ,
প্রজা তরে না হ’লে প্রেমের জনম ,
এ ধারা প্রবঞ্চণ , বজায় রবে হরদম ।
নিরবধি সহ্যতে চেহারা জীর্ণ হাড় ,
শোষণে কিঞ্চিত মেলে না ছাড় ।


১৬-০১-২০২১)