বড়ো-বড়ো বুলি, সুধরাতে সমাজ ,
কেন চাও করিতে, এমন কু-কাজ ?
ও ভাই ! খুঁত ধরো মজায়,তাই না ?
নীতির কঠোরতা, নাই তব জানা !


ভাই ,বলাটা অতি সহজ, এ ভবে
পরিণাম জানো না ! শেষে কি হবে ?
যারা আসে, সুধরাতে, তাঁরা কাঁদে ,
যেমন ঘুঘু পড়ে, শিকারীর ফাঁদে !
তবু যদি তোমার, না-ছোড় ধান্দা -
পুনঃ উদতে দেখি, নবাগত সে বান্দা !
  
চমৎকার দেখাও না ? এটা করে -
হাত দাও পুরে, চলতি গ্রাইন্ডারে !
তুমি সব পার, আগে করে দেখাও ,
ছুটো- ষাঁড়ের শিং-এ , বুকটা দাও !
বিচ্ছুর দংশন খেয়ে ,মুচকি হেসে ,
দেখাও ভাব, তুমি, কতনা রঙ্গ-রসে !


যদি সত্বর না ভোল, বাপের নাম ?
তৈরী দানিতে, তব চরণে প্রণাম !


অনেকে ভাল কাজেতে, যাচ্ছে তাই বলে মন ভেঙে দেবে । ভাল কাজ করতে বাধা অনেক ! করতে দেবে না ! এরকম বলে ভাল কাজকে থামায় ! ব্যঙ্গে উল্টো করে বলা । ধন্যবাদ, শুভকামনা ।
(ইং-০৫-০৩-২০১৮)