বইছে সময় চলছে যুগ, কার সাধ্য রোখে ,
স্মৃতিধারা মিলিয়ে যায় চোরা গলির বাঁকে ।
ওরা কারা ? জ্ঞানী সুপুরুষ প্রকট হন কালে ,
নানা রকম ধর্ম সৃষ্টে , জড়ান বন্ধন জালে ।


কেহ বলে, আমি বীজ- উত্তম বৃক্ষের জড় ,
কেহ বলে, পরম পিতা, দেবালয় মোর ঘর ।
কারো আদেশ- পিছে এসো, মম কথা শুনে ,
উদ্ধারিব জগৎ সংসার- বিশ্বাস রাখো মনে ।


আচার কৃষ্টি সংস্কার সবার পরিধি হয় ভিন্ন
জ্ঞানীর জ্ঞান সাম্প্রদায়িক, ঐক্য হয় ক্ষুণ্ণ ।
অন্তিম গতির একই রূপ, না কারোর অন্য ,
মাটি করে আপন তারে,- অকাট্য তা মান্য ।


চতুর্ধামের পুণ্যি জড়ো আপ্রাণে সাধ্যমত ,
সে কাল-মৃত্যু ! ছিনিয়ে নেয় জমাজমি যতো ।
কে দেখেছে পর জন্মে ,আগের সুখালয় ?
বাস্তব জীবনের সুখ ছেড়ে হয়রান তবু হয় !


(ইং-২৮-১২-২০১৯) শরীফ নবাব হোসেন , “কেউ মনে রাখে না” তার আধ্যাত্মিক অতি সুন্দর কাব্যটি পাঠ করে- মন্তব্য করতে যেয়ে, খুশীতে আমার এ কাব্য রচনা । আজ তাঁর সম্মানে কাব্যটি আসরে রাখলাম ।