বনের পশুরা হয়েছে জাগ্রত -
পেতে চায় শান্তির নোবেল ,
ধর্মের ঝগড়ায় কেহ কম না
আপসে দ্বন্দ্ব- অঢেল ।
সবার মাঝে শ্রেষ্ঠতা জ্ঞাপনে
একদা হল যে জড়ো
শকুনের দৃষ্টি অতি তীক্ষ্ণ
সে হ’ল বিচারক বড়ো ।


বসিল একদিন বিচার সভা
পশুতে ভরা বন ,
শান্তির তরে কোন্ সে পশু
ন্যায়োচিৎ আচরণ ।
হিংস্রতা আর ধোঁকার চালে
নোবেল পেল হায়না ,
কেড়ে খাওয়ার পরমপরায়
একতায় তারা সেয়ানা ।


(১৬-১০-২০২০)