রমরমা আজি যে ,জ্ঞানের বাজার -
মনকাড়া জ্ঞানে ভরা, হাজারে-হাজার !
জাগতিক জ্ঞানেতে সেথা, সত্বর ধাও
মহান জ্ঞান মনচাহে, ক্রয় করে নাও ৷


গ্রন্থাগারে থরে-থরে, আর ধরে না -
ঠাসা-ঠাসি পড়ে তারা পায় যাতনা  !
আজ জ্ঞান ভূলুন্ঠিত, নেই তার সাদর ,
ধূলায় মিশেছে জ্ঞান ,পায় না আদর !


জ্ঞান, চেয়েছিল বিশ্ব করিতে জাগ্রত ,
অবহেলায় অকালে, বৃথা যায় কত  !
অমূল্য জ্ঞান আজি, সে পথ হারা ;
অসহায় অনাদরে, যাচ্ছে যে মারা ৷


জ্ঞান ভেবেছিল, সে বিনে, সব অচল -
এখন শূন্য জ্ঞানে, খল বড়ো প্রবল !
গড়ে না সুগঠিত, সুশীল সমাজ-
জ্ঞানহীন, দাগাবাজের অধুনা রাজ ,
হতাশ মনে আজি, কাঁদিছে সে জ্ঞান -
মান, সমাজ মাঝে ,সর্ব-নিম্ন-স্থান !


(ইং-২৫-০৯-২০১৭)