জীবনরসদ খুঁজতে খুঁজতে
জীবনটা যদি শেষ ,
অমূল্য সময় যদি কাটাই
সাজগোঁজেতে বেশ ।


শান্তির ঘরে মারামারি
হতে পারি না মেষ ,
মস্তক ভরা পাকা চুলে
কালো করি কেশ ।
টিক্কী রাখা মাথে ’পর
দৃষ্টি পরের হাড়ি ,
তেল কেনার পয়সা নেই
বায়না ধরি গাড়ি ।


নামটি আবার সুবোধ বালক
কল্কে, বতল মন ,
নেতার বেশে, সেবা যতন
জন ধন- হনন ।


(ইং-০১-০২-২০২০)
*-এখানে মেষ > শান্ত, ভোলা