গল্প বলা আর মান্য, গল্প-নীতি ,
দু’টোই ভিন্ন রূপ ;
নাটক করা ও তার চরিত্র প্রীতি -
কষ্ট সাধ্য যে খুব !


গাড়ি চড়া আর গাড়ি চালানো ,
আলাদা ঘটনা যতো ;
বরযাত্রী চলা ও বরসাজা, মানো -
তফাৎ অনেক কত ।


নেতা হওয়া ও দেশকে শাসন ,
এক হয় না মান -
পাহাড় দেখা ও সেথা আরোহন ;
কার্যে ,আলাদা স্থান ।


তীর মারা আর শিকারীর মান্যতা -
বহু মাঝে ফাসলা ;
কাজ কারা আর দক্ষে যোগ্যতা -
সাধনা চাই মেলা !


বই পড়া ও স্মরণে, জ্ঞানী-জ্ঞাতা -
একই নয় সে কথা  ;
নদী জলে স্নান ও সাঁতার কাটা -
রূপে ভিন্ন-আলাদা ।


(ইং-০৮-০৬-২০১৮)