সবার কামনা, আকাশ কুসুম ,
স্বাধীন দেশের, ভাঙুক ঘুম !
কে না চায় ? নিজ মঙ্গল-ভাল-
আঁধার আলয়ে, জ্বলুক আলো ?
আকাঙক্ষা সদা, উত্তমে আগ্রহী ,
চায় বাঁচিতে জীবনে, গানটি গাহি ৷


অসম্ভব ,অচল ! কেন বাধা ?
সেথা যে প্রকট ,প্রচুর ধাঁধা !
কিসের কারণ, এসবে বারণ ?
কাহার অনড় , অঙ্গদ চরণ !
জনতায় দেখিনা কোন দোষ -
কেন সাধারণ,ভরে আফসোস ?


কারণ ? এ বেলার, যুগ রাবণ !
সীতা, হাজারে চলিছে হরণ ৷
সে, দুরাচার দুঃশাসন! শাসকগণ ;
দু’চার খারাপে ,অভিশপ্ত জন !


রূপের বাহার, সুচতুর কর্ণধার ,
অহরহ ছুরিতে দিচ্ছে সে ধার !
গরীব হনন, চলন চল-
সে মুমূর্ষুরে, দেয় না জল !
তারাই যদি উঠায় পাল ?
মাঝ দরিয়ায় ডোবে কপাল !


(ইং-২৩-০৭-২০১৭)