আয়নাটা স্বচ্ছ , দর্শন যেন ঘোলাটে
আয়না না মন , কোনটা সে কারণ ?
কোন কাজে সফলতা আসে না মোটে ,
ধূম্রজালে ঢাকা, অদ্ভূত এ জীবন ধারণ ।


অমূল্য জল, তারা অকাজে গড়ায়
ধরার ক্ষমতা নেই কাজের সময় ,
অলসতা ঘর করে কর্ম-কাজে মাথায়-
পাই না ভরসা ,আগেতে জয় ।


সামান্য কথাটুকু হয় নাই জানা -
কোথায় বাঁধক, স্বয়ং-নিজে না আয়না ।
অপরের প্রতি ঈর্ষা, নয় সুনজর -
অশুভ তারে খাটাই ,মাত্রাতিক জোর ।


(ইং-২৪-০৭-২০২০)