বন্যার প্রাক কালে, আছে শিক্ষা-
পাইয়া আভাস তারা- পিপীলিকা ,
ডিম মুখে, পাড় খোঁজে-
থাকে মহাব্যস্ত, যার-যার কাজে ।
সবে সারি-সারি দলে ভারী -
চঞ্চল ভাবনাময় সময় ধরি-
কত ভাবে কত বার যায় দেখা ,
তারা বোঝে তার বিপদ, একা-একা ।


দেশে ভরিলে আকালে খরা -
মাঠ ভরা ফসল পুড়ে ছাই সারা -
ঘরের চালে ওড়ে কাক -
শোনা যায় শিয়াল কুকুরের ডাক !
সুখীরা অকেজো, নিতে সুস্থ নিশ্বাস-
নয়, গা ভাসানোর সুযোগ, পৌষ মাঘ ।
তবু তারাও পায় তাপের আভাস !
ক্ষুধার্ত শিশুরা কেঁদে কেঁদে-
মনে হয় ওদের মিটেছে চির খিদে !


প্রলয় কালে সকলে চলে-
একপথে একসাথে সমতায় ঢলে ।
তখন বলে লোকে নিয়তি !
কিন্তু যখন ঘটনা ঘটায় মানুষে ?
তুচ্ছ কারণে মূর্খতা বশে-
ঘৃণিত, নীচ, অক্ষম্য, প্রকাশে -
বিষ বপন নির্মল আকাশে -
জল স্থল সারা বাতাসে ?
কর্ম সারে করাল সর্বনেশে !
কী বলি ? তারে ভীমরতি ,
না, এটা আস্থার ভীতি ?


ব্যঙ্কের এন পি এ, বাড়ার হার-
ছ´লক্ষ কোটি টাকা এবার পার-
ওদিকে কিষাণ ভায়েরা ,
শুরুটা সাত প্রদেশে, একসাথে তারা -
এই ছ´মার্চ, লোন মাপে আওয়াজ -
গর্জনে উঠাবে, প্রতিজ্ঞা করিছে আজ !!......
( Bank)-NPA >Non Performance Assets.
(ইং-১৩-০১-২০১৭)