এক নেতা চায় আখের গোঁছাতে
মুনাফায় মন, শাসন ,
রাষ্ট্রের কোষ আত্মসাৎ করে
নবাবী ভরণ-পোষণ ।


অসতের ধনে অপর নেতা
জিতে হয় সে রাজা ,
জনতার ঘাড়ে করের বোঝা
দীনদুঃখী পায় সাজা ।


প্রথম নেতা ফাঁপরে পড়ে
বাঁচার তরে পণ ,
বিরোধীতা করবে না আর
দল বদলে মন ।


দু’য়ে মিলে বেশ খাবে
নেতার চিন্তা মাথায় -
দেশে আজ এমনি ধারা ,
পিষছে জনতা জাঁতায় ।


(১০-১২-২০২০)