হে অমর্ত্য,
অর্থশাস্ত্রে জয় করিয়াছ মর্ত্য;
ধ্যানী তুমি হয়ে উদবেল
জয়ে এনেছ শ্রেষ্ঠ নোবেল ৷


‘অর্থকে’ তুমি অর্থ করে
বিশ্ব মাঝে তুলে ধরে
অর্থমূল্য বোঝাও সবারে
সংসার যে চলে অর্থের জোরে ৷


কত সূত্র করিয়া জোগাড়
কত কঠিন মানিয়া আচার
রাত দিন ধরে করে একাকার
অর্থের শক্তি জানালে সবার ৷


অর্থে যে বাড়ায় মান মনোবল
সবারে দেখাও বাস্তব ধরাতল,
জীবন চলার কলা কৌশল
সব কারণই অর্থের বল ,
সঠিক বোঝাও অর্থের সুফল
প্রতিটি কর্মে অর্থই সম্বল ৷


অর্থের সূক্ষ্ম জ্ঞান ভাণ্ডরে
ভরেছ তুমি আপন অন্তরে
বন্টন উপায় দানিয়াছ সংসারে
অমূল্য সম্পদ দিয়েছ ভরে ৷
দেশের উত্থান-পতন কোথায়
অর্থের কারসাজি জানিয়া তথায় ;
সত্য উপায় আনিয়া মাথায়
পথ-প্রদর্শক হও হেথায় ৷


অর্থ ব্যয়ে শ্যেন দৃষ্টি
নব উপায় করিয়া সৃষ্টি
তব করুণা ধারা যেন বৃষ্টি
নিরক্ষর হল শেখায় তুষ্টি,
মনকে করিলে এভাবে সন্তুষ্টি
কি অপূর্ব তোমার কৃষ্টি !


জীবনে অর্থ শ্রেষ্ঠ জেনেছ
অর্থের ব্যাখ্যা তুমি রেখেছ
নোবেলের অর্থ দান করিয়াছ
পরমার্থ জেনে চরিতার্থ হয়েছ ৷
ছিল, স্বার্থ সহ দধীচির ধ্যান
তবুও পায় সে পরম-ধাম ,
তোমাকে জানাই হৃদয়ে সুনাম
তুমি, নিস্বার্থ করো অর্থদান ৷


বহু ধর্মস্থল ! জানা নেই সঠিক
সতীর আছে, একান্ন তীর্থ পীঠ ৷
মসজিদ, গীর্জা, মঠ, মন্দির,
অর্থ দানে মনেতে করিয়া স্থির-
জনে-জনে দেয় পরিচয় বুদ্ধির,
উপায় পেতে চায়, পুণ্যি বৃদ্ধির ৷
কত যে পূজা-পার্বণ                            
ধর্মে অর্থ করে অর্পণ ,
তীর্থক্ষেত্র করিয়া ভ্রমন
অর্থ দানে আপন আপন ৷


করুণা তোমার অর্থ দানে
নিঃস্ব জনে স্মরণে মনে,
অমূল্য অর্থ দানো হেথায়
লেখাপড়ায় নাম হীন খাতায়-
অভাবের বোঝা যাদের মাথায়
সুফল ফলে অর্থ সেথায় ৷
এপার ওপার দু’পার বাংলা
প্রচুর অর্থ দানো একেলা
এদের তুমি করো না হেলা
হৃদয় তোমার কোমল মেলা ৷


অর্থ দানিয়া সঠিক খাতে
অর্থের মূল্য দেখাও ইহাতে ,
তুমিই পারিলে মোদের শেখাতে ;
অর্থের ধর্ম বজায় রাখিতে ৷
হে অমর্ত্য, তুমিই মহান !
অর্থকে দিয়েছ সঠিক মান ,
গরীবকে বোঝালে অর্থের দাম ,
তোমাকে জানাই বিনম্র প্রণাম ৷


(ইং- ২৬-১১-২০১৫-বৃহস্পতিবার )
(ইং-03-11-2016-শ্রদ্ধেয় শ্রী অমর্ত্য সেনের
৮৩-তম জন্ম দিবস উপলক্ষ্যে)