সে ঝর্নার বারিধারা সম চঞ্চল !
বহে খরস্রোতা, বাঁধ ভাঙা জল ।
যুগ-যুগ ধরে, অহরহ প্রবাহিত -
অনুক্ষণ নিরলস, কর্তব্য রত ।
ক্ষণ-প্রহর, দিন-মাস-কাল ,
বেগবতী, নিমগ্ন, নিয়ম তাল ;
পারিয়া, পাহাড় অরণ্য সমতল -
শেষে চলার গতি হয় সরল ।


তেজধারা ভাঙে-গড়ে, পাড় ,
সৃষ্টি কল্যাণে ,কর্ম যে অপার !
বুকে বয় অজস্র, ধারায় ক্ষত ,
ক্লেদ-জঞ্জাল-দাম, কত দূষিত !
কতশত, সুখ-দুঃখ ব্যথা- নিয়ে -
নিজেরে চায় ,পরিণাম জয়ে ,
বাঁচায় ,উজ্জ্বলতায়, ধরে মতি -
সবারে দেখায় সুখ ধারার গতি ।


ধারা, অম্লান বদনে সে দানে -
মাত্র সঞ্জীবন, মানব কল্যানে ,
তার নিয়ম ক্ষমায় চলার পথ -
উড়িয়ে ধারা-ধ্বজ, জয় রথ !
অক্লান্ত কর্মময় সদা তার জীবন ,
কাল-সাগরে নেয় শান্তির শরণ ।


(ইং-১৪-০৪-২০১৮)- বেঙ্গালুরু
সে নববর্ষ, হাস্যে-লাস্যে, কৌতুকে মাতিয়ে তুলুক মন,পবন ! ধরা-সসাগরা !!
অশেষ, নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সমস্ত প্রিয়কবি, পাঠকগণকে অর্পণ করি ।
সদা ভাল থাকুন সুহৃদজন । ধন্যবাদ ।