প্রতিবাদ সরাসর, স্বভাবে বজ্জাৎ -
গ্রহনে করিলে তারে আত্মসাৎ ,
সে সাংঘাতিক অশুভ জাত !
হৃদয়ে হানে নানা ঘাত-প্রতিঘাত ৷


যারা মানে এ প্রতিরোধ অস্ত্র -
সেথা চরমে পায় বিরোধ যোগসূত্র ,
প্রতিবাদ করায়- বাড়ে বড়ো কষ্ট -
গালমন্দ ও জোটে ভালে যথেষ্ট !


দৃঢ় চাই পুরুষালী শিরদাঁড়া -
অনেক বিপদ, দেয় যে সাড়া ,
প্রতি পদক্ষেপে আর কাজে -
জাগে চিন্তারেখা কপাল ভাঁজে !


লোকে করেনা মোটেই পছন্দ -
তাকে ত্যাগে পায় প্রচুর আনন্দ !
সবার অমান্য, ভয়েতে আদর -
প্রতিবাদ, আজ পায়না- সমাদর ৷
প্রতিবাদ করা, ডাকা আপদ -
কেহ নয় মাখিতে অজানা বিপদ !


প্রতিবাদ নাকরে শিরঃ করে নত -
তবু বীরত্বে ধরে, নানা ছুঁতো !
বিনা প্রতিবাদে, গোলামী মঞ্জুর -
তবু ধন্য মানে, নিজেরে ভরপুর !


(ইং-০৫-১০-২০১৭ )