কমরেড !গরীব দরদী, তোমার বিশাল বক্ষ
তবু জনতার প্রশ্ন, তোমার প্রতি কিছু ওরা
কী কারণে এত ক্রূর ! কেন ভয়ংকর রুক্ষ ?


পত্র-পত্রিকা, বেতার টিভি ,সংবাদ মাধ্যম ,
জনহিতে প্রচারে ক্ষ্যাপা ,প্রভু সুনাম জপা
তারা চায় না তোমায়, বাধা দানে হরদম !


তুমি এমন কি করেছ , অপরাধ মত কাজ ,
ধনাঢ্য বিমুখ, বদনামে মুখরা, বিশ্রী সাজ ?
চে নাম শুনেই ওদের মাথায় পড়ে বাজ !


তোমার আদর্শ, সমাজ কারায় বদ্ধ সর্বহারা
নাশিতে চাও যুগের জংপড়া পাখণ্ড জড়তা ,
ব্রতী, চিরমুক্তির লড়াই ,দ্রোহে পাগলপারা ।


একচোখা ধনাঢ্য বোঝে, তুমি নও রুখিবার
ওঠাবসা-সখ্যতা, আর্ত-মুমুর্ষের আঙন ’পর
তাই বুঝি তুমি চক্ষুশূল, বড়ো দোষ তোমার !


হে কমরেড ! জগতের লোভনীয় মোহপাশ
কেহ পারে নাই রুখিতে তোমার পূত কাজ ,
মণি-কাঞ্চণ সুখ-সম্পদ করেনি তোমা গ্রাস ।


ধীর-স্থির, প্রবল বহ্নিশিখা, মাতিয়ে অঞ্চল
তুমি বিপ্লবী, আজ ক্রান্তিতে দেখিয়ে দিলে ,
কৌশল, ভাঙতে কারা-কপাট, শক্ত আগল ।


(১৩-০৫-২০২১)
(জীবন কাল- ১৪-০৬-১৯২৮//০৯-১০-১৯৬৭)