এ ভবে , ভাল কে না চায়
প্রতিদ্বন্দ্বীর নাশে , শত্রুও খুশ তায় ।
পাগলের সব কিছু অজানা ,
নিজের খাবার-পাত, তবু ছাড়ে না ।


ঘুষখোর ঘুষের টাকা
ফালতু ভেবে, উড়িয়ে করে ফাঁকা ।
চোরের নজর সিঁধ কাটায়
সুযোগে ভরা ভিড়ে পকেট হাতায় ।


যে করেনি আর্ত-সেবা-কর্ম
ধর্মী হয়েও বোঝে না, ধর্মের মর্ম ।
মানুষের আছে স্বজাতীয় টান
জল্লাদ অতিশয় অস্ত্রে দেয় শান ।


ব্যক্তিত্ব আর রুচি নিয়ে সবার গর্ব ,
কত কায়িক শ্রমে, ভূধরা গড়ে স্বর্গ ।


(২৮-০৯-২০২০)