ভোট আসিলে, নেতার মুখে দেখ- খৈ
অসম্ভব সুবিচার , কথায় তাঁরা মাতায় ,
এমন সুহৃদ-সখা-বন্ধু, জগতে আর কৈ ?


মুখর নেতা সাধুজন, সর্বহিত- চিন্তন
কর্ণকুহরে ভরে শিশুসম সরলতা-
বিধাতাও অবাক ! নেতায় পরিবর্তন ।


অসাধ্য কাজ ধরা তাঁর ছল্ ,ভেজাল ,
বড়ো- বড়োরা , বিপাকে খায় ঘোল !
ভাবা যায় না সে নিরীহ গরীবের হাল ।


ঘুণের কারণ, শ্রদ্ধা-আস্থায়- না শিক্ষায় ?
কেহ সময় দেয় না এ তুচ্ছ গবেষণায় ,
আমরা হলেম ঘুমন্ত !স্বদেশ ভাবনায় ।


(০২-১১-২০২০)