সময়ের সাথে, আমি যে সত্য ,
কি করে তা’ কই ?
বাজের ধর্ম সশব্দে ফাটা-নিত্য
তারা কী মানানসই ?


হাওয়া সে স্বাধীন বন্ধন মুক্ত -
মসৃণ চলার পথ ,
মম ইচ্ছাধারায় সব কি যুক্ত -
চিনিতে পারি কী মত্ ?


জাগতিক পোষিত আশার ইচ্ছে -
নিজস্ব শুদ্ধ চিন্তন ,
তবু কেন মানা অজানারে তুচ্ছে ,
নেক না শুভে যতন !


ভোগ-সাধন, জড়ো করে দেদার -
কেবলি স্বার্থে দখল ,
হিতাহিত উপকরণে হ’তে নির্ভর ,
তারাই ঘোলায় জল !


ভাবী ভবিষ্যৎ উজ্জ্বলে সাকার -
একার ক্ষেত্রে নয় !
বিবেক বুদ্ধিতে গড়িয়া সত্যিকার ,
আপসে করিবে জয় ।


(ইং-০৫-০৬-২০১৮)